অন্যান্য একেশ্বরবাদীদের সঙ্গে ঈসায়ীদের মৌলিক পার্থক্যগুলো কী কী?

সংক্ষিপ্ত উত্তর:

অন্যান্য একেশ্বরবাদীরা আল্লাহকে খোঁজে কিন্তু ঈসায়ী ধর্মে আল্লাহ মানুষকে খোঁজেন।

ব্যাখ্যামূলক উত্তর:

ধর্মে ধর্মে পার্থক্য চিরকালের। এই পার্থক্য থাকা নিয়ে হিংসা, রাগারাগি, মারামারি এমনকি ধর্মযুদ্ধও হয়েছে। যদিও প্রত্যেক ধর্মের মূলকথা শান্তি, তথাপি বাহ্যিক ও আভ্যন্তরীণ নানা পার্থক্যের কারণে একধর্মের লোকের সাথে আর একধর্মের অশান্তি লেগেই আছে। মানুষ ছোটবড় অনেক পার্থক্যের মধ্যদিয়ে, নিজেদের অপর ধর্ম থেকে আলাদা করে নিয়েছে। এই পার্থক্যগুলো ভাষা, সংস্কৃতি, পোশাক, খাবার, এবাদতের উপায়, নাজাতের উপায় ইত্যাদি প্রত্যেক ক্ষেত্রে রয়েছে। ধর্মের পার্থক্য জানতে হলে, সংশ্লিষ্ট ধর্মগুলো কী, নেতা কে, কিতাব কী, ধর্মকর্ম কী, বিশ্বাস কী ইত্যাদি জানতে হবে। প্রকৃত ঈসায়ীদের সাথে মানুষের সাথে পার্থক্য বিশ্বাসের; বাহ্যিক নয়, আভ্যন্তরীণ। অন্য কথায় বলা যায়, সেই পার্থক্য হলো, উদ্ধারপ্রাপ্ত এবং উদ্ধারহীন ঈসায়ীর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।