ঈসায়ীদের সঙ্গে মুসলমানদের পার্থক্য কী?

সংক্ষিপ্ত উত্তর:

ঈসায়ী ও মুসলমানদের পার্থক্য গুনাহ থেকে উদ্ধার পাওয়ার ভিত্তি।

ব্যাখ্যামূলক উত্তর:

ঈসায়ীরা হজরত ঈসা মসীহের উম্মত আর মুসলমানগণ হজরত মুহম্মদের উম্মত। কিন্তু মুসলমানগণ যেহেতু হজরত ঈসা মসীহকে নবি হিসেবে দাবি করেন সেহেতু তাঁদের দৃষ্টিতে ঈসা মসীহের উম্মতদের অবস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঈসায়ী এবং মুসলমানের মধ্যে নিম্নোক্ত পার্থক্যগুলো দেখা যায়:

ক্রমিক বিষয় ঈসায়ী মুসলমান
সৃষ্টিকর্তা এক আল্লাহ বিশ্বাস করে এক আল্লাহ বিশ্বাস করে
নেতা হজরত ঈসা হজরত মুহম্মদ
ধর্মের নাম ঈসায়ী / খ্রিস্টধর্ম ইসলাম
ধর্মীয় কিতাব পুরো কিতাবুল মোকাদ্দস কোরান শরিফ
পোশাক বাধা-ধরা নিয়ম নেই বিশেষ পোশাক আছে
খাবার খাবারটা বড় বিষয় নয় খাবারে বিধি নিষেধ আছে
এবাদতখানা স্থান-কাল-পাত্রভেদে যেকোন নাম মসজিদ
এবাদতের দিক কোন নির্দিষ্ট দিকে মুখ করতে হয় না কাবার দিকে মুখ করতে হয়
উপায় গান, কিতাব পাঠ/ব্যাখ্যা ও মুনাজাত শারীরিক নিয়ম
ধর্মকর্ম কিতাব অনুসারে জীবন যাপন নানা বাহ্যিক নিয়মকানুন পালন
নবিদের বিষয়ে নবিদের বিশ্বাস করে নবিদের বিশ্বাস করে
স্থানীয় নেতা ইমাম / পালক / পরিচালক পরিচালক ইমাম
উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।