আধাঁরে ঘেরা দুঃখেতে ভরা (2)

কথা: দেবীপ্রসাদ রায় চৌধুরী (খ্রীষ্ট সংগীত)
সুরকার: দেবীপ্রসাদ রায় চেনধুরী
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়: নাজাত
ধরণ:
তাল:দাদ্‌রা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

আধাঁরে ঘেরা দুঃখেতে ভরা জীবন ছিল মোর
              
 
       এমন জীবনে ঈসার আগমনে রাত্রি হলো ভোর ॥ (২)

              
অন্ধ ছিলাম দেখিতে পেলাম সুন্দর প্রভু মোর (২)
              
তোমার দয়ায় চিনেছি তোমায় (২)
              
মুছে দিলে আখি লোর রাত্রি হোল ভোর ॥

              
সকাল সন্ধা দিবাতে বা রাতে বলিতাম ঐ পথে (২)
              
অন্ধ আমি দয়া কর প্রভু ভিক্ষা দাও গো সবে (২)
              
দুঃখের রাত্রি ঘোচালে তুমি কেটে গেল সব ঘোর (২)
              
তোমার আলোকে নুতন পুলকে (২)
              
যাত্রা শুরু মোর রাত্রি হল ভোর ॥”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।