ভুলিতে কি পারি তাঁরে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:আধুনিক
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

ভুলিতে কি পারি তারে, তারে
              
 
       ভুলিতে কি পারি তারে ॥

              
যিনি নিজ প্রাণ দিয়া নাজাত দিলেন মোরে ॥ (২)

              
সেই মাবুদ মহীয়ান, মম চিন্তা মম ধ্যান (২)
              
জীবন থাকিতে আমি ভুলিতে কি পারি তাঁরে (২)

              
অপূর্ব করুণা তাঁর, নাহিক তুলনা যাঁর (২)
              
খুুজিলে এমন প্রেম কোথা পাব এ সংসারে ॥ (২)

              
নাহি চাহি কোন ধন পেয়েছি যে প্রিয়জন (২)
              
কন্ঠহার করি আমি রাখিব নিয়ত তাঁরে ॥ (২)”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।