বুদ্ধিমান বাঁধিল পাষাণে তার ঘর

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: মথি ৭:২৪-২৭
গানের বিষয়:
ধরণ:প্রসংশার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
রিকোর্ডিং:

বুদ্ধিমান বাঁধিল পাষাণে তার ঘর (৩)
              
বৃষ্টি নামিল ঝম্‌ ঝম্‌।
              
বৃষ্টি নামিল বান আসিল (৩)
              
কিন্তু সেই ঘর পড়িল না।

              
বোকা বাঁধিল বালুচরে ঘর (৩)
              
বৃষ্টি নামিল ঝম্‌ ঝম্‌।
              
বৃষ্টি নামিল বান আসিল (৩)
              
কিন্তু সেই ঘর রহিল না।

              
ঈসাতে আমি বাঁধিব মোর ঘর (৩)
              
বৃষ্টি নামিবে ঝম্‌ ঝম্‌।
              
বৃষ্টি নামিবে বান আসিবে (৩)
              
কিন্তু সেই ঘর পড়িবে না।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।