ঈসায়ীরা কি কোরানকে অশ্রদ্ধা করে?

সংক্ষিপ্ত উত্তর:

না, ঈসায়ীরা এসব হীনম্মন্য কাজ করে না।

ব্যাখ্যামূলক উত্তর:

কেউ কেউ প্রচার করে যে, কোন ব্যক্তিকে ঈসায়ী হতে হলে, তাকে কোরান শরিফকে পায়ে মাড়াতে হয় অর্থাৎ অশ্রদ্ধা করতে হয়। কিন্তু আসলে এ কথা এবং ধারণা কোনভাবেই সঠিক নয়। কারণ কোরান শরিফ একটি বিশাল জনগোষ্ঠীর ধর্মগ্রন্থ। এই ধর্মগ্রন্থকে অশ্রদ্ধা করা কারো উচিত নয় বলে আমরা মনে করি। এছাড়া কোরান শরিফের মধ্যে রয়েছে তৌরাত, জবুর ও ইঞ্জিল শরিফের কথা। যদি কেউ কোরান শরিফের অমর্যাদাকর কিছু করে, তবে সে ব্যক্তিগতভাবে দায়ী এবং অপরাধী। একজন সত্যিকারের ঈসায়ী কখনও এমন কাজ করে না এবং অন্যকে করতে উৎসাহিত করে না। শুধু কোরান কেন, একজন সুস্থ বিবেকবান মানুষ সাধারণ কোন বইকেও পায়ে মাড়াতে পারে না।

উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।