ঈসা মসীহ কি একজন নবির চেয়ে বেশিকিছু?

সংক্ষিপ্ত উত্তর:

হ্যাঁ। তিনি শুধু নবি ছিলেন না; ছিলেন নাজাতদাতা ও প্রভু।

ব্যাখ্যামূলক উত্তর:

নবি আরবি শব্দ। এর অর্থ ভাববাদী অর্থাৎ যিনি ভবিষ্যতবাণী বলেন ও আল্লাহর পক্ষে কথা বলেন। ইতিহাস সাক্ষ্য দেয় যে, নবিরা শুধু ভবিষ্যতের কথাই বলেন না, যা ঘটে গিয়েছে তার তাৎপর্য ব্যাখ্যা করেন, তাৎক্ষণিকভাবে যা ঘটে তার কথা বলেন এবং মানুষকে আল্লাহর পথে চলার বিষয়ে শিক্ষা দেন। হজরত ঈসা একজন পরিপূর্ণ নবি ছিলেন তাতে কোন সন্দেহ নেই, কেননা তিনি নবিদের মতো তৎকালীন লোকদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা দিয়েছেন এবং পরকাল বিষয়ে প্রচুর ভবিষ্যতবাণী করেছেন। এছাড়া জীবনদায়ী কথামালা এবং কালজয়ী শিক্ষাগুলো তাঁর কাছ থেকেই এসেছে। তবে হজরত ঈসা কেবল এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, এসবকে অতিক্রম করে তিনি নিজেই শিক্ষার উপমা এবং উপাদান হয়েছিলেন। প্রত্যেক নবিই শরিয়তের কথা বলেছেন, আইনের কথা বলেছেন, পথ দেখিয়ে দিয়েছেন। কেবল হজরত ঈসাই নাজাতদাতা যিনি মানুষের হয়ে, মানুষকে ভালোবেসে নিজেই গুনাহগারদের পক্ষে শাস্তি গ্রহণ করেছেন। একমাত্র তিনিই বলেছেন ‘আমিই পথ, সত্য ও জীবন।’ তাঁর এই দুনিয়াতে আসার উদ্দেশ্য নবি হওয়া নয়, উদ্দেশ্য ছিল যেন তিনি মানুষের জন্য নিজের জীবন কোরবানি দিতে পারেন, আর তিনি তাই করেছিলেন। সুতরাং তিনি কেবল নবি নন, তিনি হলেন মসীহ, নাজাতদাতা এবং প্রভু।

উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।