কোরানি শিক্ষার বিষয়ে ঈসা মসীহ কী বলেছেন?

সংক্ষিপ্ত উত্তর:

কোরানি শিক্ষার বিষয়ে হজরত ঈসা কিছুই বলেননি।

ব্যাখ্যামূলক উত্তর:

কোরান নাজেল হওয়ার প্রায় ৬১০ বছর আগে হজরত ঈসা এই দুনিয়াতে এসেছিলেন। তিনি যখন শিক্ষা দিতেন তখন তাওরাত, জবুর, ইঞ্জিল এবং অন্যান্য নবিগণের সহিফা ব্যবহার করতেন। অর্থাৎ হজরত ঈসা তাঁর আগে আসা নবিদের কিতাব বিশ্বাস করতেন এবং সেগুলোর ভিত্তিতে মানুষকে সত্য শিক্ষা দিতেন। এছাড়া হজরত ঈসা নিজে থেকেও অনেক শিক্ষা দিতেন। তিনি এসেছিলেন মানুষের গুনাহ থেকে নাজাতের জন্য। অন্যান্য নবিগণের শিক্ষায় মানুষের অনন্তকালীন নাজাত প্রাধান্য পায়নি। এই দুনিয়াতে কীভাবে শৃঙ্খলার সাথে বাঁচতে পারে, তাই ছিল তাদের প্রতিপাদ্য বিষয়। কিন্তু হজরত ঈসার আগমনের মূল কারণই ছিল মানুষের নাজাত; গুনাহ থেকে চিরকালীন মুক্তি অর্থাৎ নাজাত। তাই তিনি নাজাতের উপরই বেশি গুরুত্ব দিয়েছেন। নাজাত লাভের ক্ষেত্রে বা আল্লাহকে সন্তুষ্ট করার ক্ষেত্রে আগেকার লোকদের জাগতিক ধর্মকর্মের অকার্যকারিতা তিনি প্রমাণ করেছেন।

উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।