কোরান সম্পর্কে ঈসায়ীদের ধারণা কী?

সংক্ষিপ্ত উত্তর:

কোরান সম্পর্কে ঈসায়ীদের ধারণা হলো, কোরান মুসলমানদের ধর্মগ্রন্থ যা হজরত মুহম্মদের মধ্যদিয়ে এসেছে।

ব্যাখ্যামূলক উত্তর:

কোরান মুসলমানদের ধর্মগ্রন্থ হলেও হজরত ঈসা, ইঞ্জিল শরিফ ও ঈসায়ীদের সম্পর্কে কোরানে অনেক কিছুই বলা হয়েছে। হজরত ঈসা সম্পর্কে বলা হয়েছে যে, তিনি নিষ্পাপ ছিলেন, তিনি অবিবাহিতা মেয়ের গর্ভে জন্ম গ্রহণ করেছেন, জন্মের পরই তিনি তাঁর অলৌকিক জন্মের বিষয়ে মানুষের সাথে কথা বলেছেন। তিনি অনেক আশ্চর্য কাজ করেছেন এবং তিনি শেষকালে আবার আসবেন। কোরান থেকে বোঝা যায়, ইঞ্জিল কিতাব বিশুদ্ধ এবং তা মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ধর্মগ্রন্থ ছিল। কোরানে নির্দেশ দেয়া হয়েছে যেন মানুষ ইঞ্জিল শরিফ পড়ে। কোরান শরিফ অনুসারে ঈসায়ীরা গুরুত্বপূর্ণ, তারা আল্লাহ ও তার কালাম সম্পর্কে অনেক জানে। আর তাই প্রয়োজনীয় জ্ঞান লাভ করার জন্য ঈসায়ীদের কাছে যাবার পরামর্শও কোরান দিয়েছে। অতএব, এদিক থেকে কোরান ঈসায়ীদের কাছে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ।

উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।