গলায় ক্রুশ ঝোলানো কী ধর্মীয় কোন নিয়ম?

সংক্ষিপ্ত উত্তর:

না, এটি কোন ধর্মীয় নিয়ম নয়।

ব্যাখ্যামূলক উত্তর:

কোন ধাতব পদার্থ দিয়ে বানানো ক্রুশ একটি অলংকার মাত্র। মানুষ শখের বশে তা পরে থাকে। আবার কেউ কেউ হজরত ঈসার প্রতি সাধারণ ভক্তি দেখানোর জন্য ব্যবহার করে থাকে। কিন্তু ব্যবহার যেভাবেই হোক না কেন এর কোন কিতাবি ভিত্তি নেই। হজরত ঈসা ইঞ্জিল শরিফে যে ক্রুশ বহনের কথা বলেছেন, তার সাথে গলায় ক্রুশ ঝোলানোর কোন সম্পৃক্ততা নেই। ক্রুশ দুঃখকষ্টের প্রতীক; হজরত ঈসা তাঁর অনুসারীদের বলেছিলেন যে, যে কেউ তাঁর অনুসরণ করতে চায়, তার দুঃখকষ্টকে সাথি করেই পথ চলতে হয়। তিনি যেমন মানুষকে ভালোবেসে নিজের জীবন দিয়েছিলেন, তেমনি মানুষকে ভালোবাসতে হলে দুঃখকষ্ট স্বীকার করতে হবে, তিনি তা-ই বুঝিয়েছিলেন।

উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।