ইঞ্জিল শরিফ ছাড়া ঈসায়ীরা আর কোন্ কোন্ কিতাব বিশ্বাস করে?

সংক্ষিপ্ত উত্তর:

ইঞ্জিল শরিফ ছাড়া, ঈসায়ীরা সকল আসমানি কিতাবই বিশ্বাস করে।

ব্যাখ্যামূলক উত্তর:

ঈসা নবির উম্মতদের কিতাবের নাম কিতাবুল মোকাদ্দস। কিতাবুল মোকাদ্দস হলো অনেকগুলো কিতাবের সমন্বয়। কিতাবুল মোকাদ্দস দ্ইুভাগে বিভক্ত; একভাগের নাম আগের কিতাব, যেগুলো ঈসা মসীহের জন্মের আগে নাজেল হয়েছে সেগুলো, যার সংখ্যা ৩৯টি। দ্বিতীয়ভাগের নাম ইঞ্জিল শরিফ। এই ইঞ্জিল শরিফে ২৭খানা কিতাব রয়েছে।

এখন প্রশ্ন হলো, ইঞ্জিল শরিফ ছাড়া ঈসায়ীরা আর কোন্ কোন্ কিতাব বিশ্বাস করে? এর সহজ উত্তর হলো ঈসায়ীরা ইঞ্জিল শরিফ ছাড়া আরো ৩৯খানা কিতাব বিশ্বাস করে। সেগুলো হলো: তাওরাত শরিফের পাঁচটি খণ্ড, যেমন: পয়দায়েশ, হিজরত, লেবীয়, শুমারি, দ্বিতীয় বিবরণ। নবিদের অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে: ইউসা, কাজীগণ, রূত, ১শামুয়েল, ২শামুয়েল, ১বাদশাহনামা, ২বাদশাহনামা, ১খান্দাননামা, ২খান্দাননামা, উযায়ের, নহিমিয়া, ইষ্টের, আইয়ুব, জবুর শরিফ, মেসাল, হেদায়েতকারী, সোলায়মান, ইশাইয়া, ইয়ারমিয়া, মাতম, হেজকিল, দানিয়াল, হোসিয়া, যোয়েল, আমোস, ওবদিয়া, ইউনুস, মিকাহ্ , নাহুম, হাবাক্কুক, সফনিয়, হগয়, জাকারিয়া ও মালাখি।

উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।