শিশুরা কি নিষ্পাপ?

সংক্ষিপ্ত উত্তর:

না, শিশুরা নিষ্পাপ নয়। তবে নিরপরাধ বলা যায়।

ব্যাখ্যামূলক উত্তর:

শিশুদের বিষয়ে কমবেশ সবারই একটু পক্ষপাতিত্ব থাকে। এর কারণ হলো শিশুদের নিষ্কলুষ হাসি, সরল স্বভাব, সহজ চালচলন সবাইকেই আকর্ষণ করে। ফলে শিশুদের যে পাপী বলে, তাকেই অধিকতর পাপী বলে মনে হয়। কিন্তু বাস্তবতা ভিন্ন জিনিস। কেননা বাস্তবে শিশুদের মধ্যেও স্বার্থপর চিন্তা এবং স্বেচ্ছাচারী অহংবোধ বিদ্যমান। এছাড়া অবাধ্যতা, একগুঁয়েমি এবং মা-বাবার ইচ্ছাবিরোধি কাজও তাদের নিষ্পাপ বলতে না পারার যথার্থ কারণ। তৌরাত শরিফে আল্লাহ বলেন, “মানুষের দরুন আর কখনও আমি মাটিকে বদদোয়া দেব না, কারণ ছোটবেলা থেকেই তো মানুষের মনের ঝোঁক খারপির দিকে” (পয়দায়েশ ৮:২১)। বাস্তবেই আমরা দেখতে পাই, শিশুদের যা নিষেধ করা হয় তাই তারা করে। তাদের পছন্দসই জিনিসের জন্য জেদ ধরে আর না পেলে রাগ করে। এতে বোঝা যায়, তারা এই স্বভাব জন্মসূত্রেই তাদের মা-বাবার কাছ থেকে লাভ করেছে। এই কারণে হজরত দাউদ বলেছেন, “হ্যাঁ, জন্ম থেকেই আমি অন্যায়ের মধ্যে আছি; গুনাহের অবস্থাতেই আমি মায়ের গর্ভে ছিলাম” (জবুর শরিফ ৫১:৫)। ইঞ্জিল শরিফে লেখা আছে, ধার্মিক কেউ নেই একজনও নেই, কারণ সবাই গুনাহ করেছে এবং আল্লাহর প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে।

উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।