সুরকার: 
সম্পর্কিত আয়াত: 
গানের বিষয়: ঈসা – নাজাতদাতা, সান্ত্বনা, মুনাজাত, আল্লাহ্র সংরক্ষণ
ধরণ:আধুনিক
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আমার মুখেতে থাকিবে
আমার জীবন পথের আলো 
              
        ঈসা সাথে সাথে চল   (২)
              
গহন বনে একলা যেতে 
              
        পথ যে না পাই কোন মতে   (২)
              
আমার জীবন পথ দর্শক ঈসা   (২) 
              
        পথ দেখিযে চল ॥
              
সাথীর সব যায় যে চলে 
              
        আঁধার ঘিরে এলো   (২) 
              
ব্যথার ব্যথি ঈসা এসো 
              
        নইলে এ প্রাণ গেল   (২) 
              
্আমার জীবন পথের সম্বল ঈসা 
              
        হাত ধরে নিয়ে চল ॥ 
              
জীবন নদীর তুফান ঝরে 
              
        হাল ভেংগে যায় পাল যে ছেড়ে   (২) 
              
ঈসা মসীহ্ বস হালে 
              
        নইলে তরী ডুবলো   (২) 
              
আমার জীবন তরীর মাঝি ঈসা 
              
        হাল ধরে নিয়ে চল ॥” 
 
			