উড়াও বিজয় পতাকা জয় ঈসা বলে ॥  (২)
              
আজি মহোল্লাসে, হেসে হেসে
              
            মহোল্লাসে, হেসে হেসে সকলে মিলে ॥
              
বেথলেহেমের আকাশে দ্বীনের সূর্য উঠেছে   (২)
              
তাঁর জ্যোতির প্রভায় জাগ্রত হয়   (২)
              
        জ্যোতিষী দলে ॥
              
মহান আল্লাহ্ প্রেমময়, পাঠালেন প্রিয় তনয়   (২)
              
হবে মহাশান্তি, প্রেম প্রীতি   (২)
              
        জগতী হলে ॥
              
ফেরেস্তারা মিলে গায়, ধন্য ধন্য দয়াময়   (২)
              
এস ফেরেস্তার সাথে, প্রেমে মেতে   (২)
              
        গাই সকলে ॥
              
ঈসা প্রেম গয়গাম্বর, ঈসা প্রেমের পারাবার   (২)
              
এস দলাদলি সকল ভুলি   (২)
              
        জয় ঈসা বলে ॥
              
ধন্য খোদার নন্দন, পাপ তাপ হরণ   (২)
              
বল ঈসা ধন্য ঈসা   (২)
              
        দুইবাহু তুলে ॥”