সুরকার: 
সম্পর্কিত আয়াত: 
গানের বিষয়: 
ধরণ:আধুনিক
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মধুমাখা ঈসা নাম
ভাঙ্গিবে ভাঙ্গিবে ভাঙ্গিবে এবার
              
        এই শয়তানের দুর্গ ভয়ঙ্কর ॥   (২)
              
মহা ভুমিকমপ হবে ভবে 
              
        ভেঙ্গে যাবে ভেঙ্গে যাবে,
              
           পাপ দুর্গ রবে নাকো আর ॥   (২)
              
এই দুর্গে কত শত জন আবদ্ধ মরারি মতন,
              
        সতত করেছে ক্রন্দন, 
              
           তারা অসিবে বাহিরে আবার ॥   (২)
              
মুক্ত ধন নিয়া দুহাতে ঈসা ঐ নীলাকাশ পথে,
              
        আসিছেন সোনালি পথে
              
           ঐ যে উড়িছে পতাকা তাঁহার ॥   (২)
              
জয়ধ্বনি কর সকলে, অগ্রসর হও সবলে,
              
        ঐ ভেঙ্গে পড়ে ভূতলে
              
           পড়ে শয়তানের দুর্গেরি প্রকার ॥   (২)” 
 
			