সুরকার: 
সম্পর্কিত আয়াত: ইশাইয়া ৪০:৩,৪
গানের বিষয়: 
ধরণ:আরাধনার গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:ওহে তামাম দুনিয়া
তোমরা প্রভুর পথ ঠিক কর 
              
        তাঁহার রাস্তা সোজা কর ॥  (২)
              
সমস্ত উচু নিচু জায়গা  (২) 
              
করতে হবে সমান ॥
              
আকাঁবাঁকা পথ সোজা করতে হবে
              
        অসমান পথ সমান করতে হবে  (২)
              
সমস্ত উচু নিচু জায়গা  (২)
              
করতে হবে সমান ॥
              
মানুষকে পাপ থেকে নাজাত দিতে 
              
        খোদা যাহা করেছেন
              
           সমস্ত ইনসান সেই ব্যবস্থা 
              
              দেখিতে পাইবে  (২)
              
আকাঁবাঁকা পথ সোজা করতে হবে
              
        অসমান পথ সমান করতে হবে  (২)
              
সমস্ত উচু নিচু জায়গা  (২)
              
করতে হবে সমান ॥” 
 
			_150x150.jpg)