ধন্য সে ধন্য ধন্য হলো যে দুষ্টের বুদ্ধিতে চলেনা

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: জবুর শরীফ ১
গানের বিষয়:
ধরণ:শিক্ষামূলক গান
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

ধন্য সে ধন্য ধন্য হল
              
যে দুষ্টের বুদ্ধিতে চলেনা ॥

              
ধন্য সে ধন্য ধন্য হল
              
পাপীদের পথে যে চলেনা ।
              
ধন্য সে ধন্য ধন্য হল
              
যে দুষ্টের বুদ্ধিতে চলেনা ॥

              
গীবতকারীর মজলিসে যেই জন
              
 
        বসে নাকো কভু সেই ভাল জন (২)
              
কিন্তু যে জন মাবুদের ইচ্ছাতে (২)
              
আমোদ করে দিবা রাত্র
              
ধন্য তাকে ধন্য বল ॥

              
সে হইবে সেই গাছের মত
              
 
        যার পাশ দিয়ে বহে জলস্রোত। (২)
              
যার পাতা কভু হয় নাকো ম্লান (২)
              
সময় মত সে যে করে ফল দান
              
ধন্য তাকে ধন্য বল ॥

              
যাহা কিছু মনে সে করে বাসনা
              
 
        তাহাতেই তৃপ্ত হয় রসনা। (২)
              
দুষ্টেরা কভু সেরকম নয় (২)
              
তারা তুষের মত উড়ে যাবে।
              
মুমিনের পথ কভু পাপী পাবেনা ॥”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।