দ্বীনদার কেহ নাই

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: রোমীয় ৩:১০-১৮
গানের বিষয়:
ধরণ:কাওয়ালী
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:ওহে তামাম দুনিয়া
রিকোর্ডিং:

দ্বীনদার কেহ নাই একজনও নাই (২)
              
আল্লাহ্‌র তালাশকারী একজনও নাই (২)
              
আল্লাহ্‌কে খোঁজকারী নাই কেহ নাই (৪)
              
সকলে গোমরা হয়ে গিয়েছে (২)
              
নেক কাজ করে যে একজনও নাই ॥

              
মানুষের মুখ দুর্গন্ধময় খোলা খবরের মত
              
জীহব্বা তাদের ছলনার কথা বলে অবিরত
              
তাহাদের ঠোঁটের নিচে যেন শাপের বিষ
              
তাহাদের মুখ অভিশাপ আর তিক্ত কথায় ভরা
              
খুন করিবার জন্যে তাহাদের পা তাড়াতাড়ি দৌড়ায়
              
ধ্বংস আর দুঃখ কষ্ট তাহারা ছড়াইতে ছড়াইতে চলে
              
শান্তির পথ তারা কেউ জানেনা (২)
              
 
       খোদাকে তাহারা ভয় করেনা (২)
              
সকলে গোমরা হয়ে গিয়েছে (২)
              
নেক কাজ করে যে একজনও নাই ॥”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।