রক্ত ঝরে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত:
গানের বিষয়:
ধরণ:গজল
তাল:দাদরা
স্কেল:C? (অজানা)
আল্বাম:মনের আনন্দে
রিকোর্ডিং:

রক্ত ঝরে (৪)
              
পাপের পশরা শিরে নিয়ে বিশ্বের গ্লানী সব বয়ে (২)
              
কাল ভেরী গিরি পরে (২)
              
পাপী চেয়ে দেখ ঐ ক্রুস উপরে
              
 
        রক্ত ঝরে, রক্ত ঝরে।
              
মেটাতে পাপের দেনা যত বইছে রুধীর স্রোত (২)
              
কাটার মুকুট শিরে (২)
              
পাপী চেয়ে দেখ ঐ ক্রুস উপরে
              
 
        রক্ত ঝরে, রক্ত ঝরে।
              
ঈমানেতে নাজাত পাবে মরণ ভয় আর না রবে (২)
              
কেঁদে বল সবারে (২)
              
পাপী চেয়ে দেখ ঐ ক্রুস উপরে
              
 
        রক্ত ঝরে, রক্ত ঝরে ॥”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।