আমার মধ্যে যদি ভাই মহব্বত কভু না থাকে

কথা:
সুরকার:
সম্পর্কিত আয়াত: ১ করিন্থীয় ১৩
গানের বিষয়:
ধরণ:আধুনিক
তাল:কাহারবা
স্কেল:C? (অজানা)
আল্বাম:আল্লাহ্‌ মঙ্গলময়
রিকোর্ডিং:

আমার মধ্যে যদি ভাই মহব্বত কভু না থাকে ॥
              
তবে আমার কোন লাভ কোন লাভ নাইরে নাইরে ভাই
              
আমার মধ্যে যদি ভাই মহব্বত কভু না থাকে।
              
তবে আমার কোন লাভ কোন লাভ নাইরে নাইরে ভাই ॥
              
মহব্বত ধৈর্য যে ধরে মহব্বত দয়া যে করে (২)
              
মহব্বত হিংসা করেনা মহব্বত তর্ক করেনা
              
মহব্বত অহংকার করেনা সে খারাপ ব্যবহার করেনা (২)
              
নিজের সুুবিধার চেষ্টা মহব্বত কভু করেনা ॥
              
মহব্বত রাগ করেনা তাড়না মনে রাখেনা (২)
              
মহব্বত মিথ্যা ত্যাজিয়া সততায় আনন্দ করে ॥”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।