ঈসায়ীরা কি মানুষকে টাকা দিয়ে ঈসায়ী বানায়?

সংক্ষিপ্ত উত্তর:

না, ঈসায়ীরা মানুষকে টাকা দিয়ে ঈসায়ী বানায় না।

ব্যাখ্যামূলক উত্তর:

ঈসায়ী বানানোর বিষয় নয়। কাউকে ঈসায়ী বানানো যায় না। কোন ব্যক্তি যখন বুঝতে পারেন যে, আল্লাহ পবিত্র এবং ধার্মিক কিন্তু মানুষ হিসেবে তিনি গুনাগাহর, সাথে সাথে একথাও বুঝতে পারেন যে, হজরত ঈসা তার গুনাহর শাস্তি নেবার জন্য মৃত্যু বরণ করে, কবরস্থ হয়েছে এবং কবর থেকে পুনরুত্থিত হয়েছেন। যখন এ বিশ্বাসে তাঁর উপর ঈমান আনেন তখনই তিনি ঈসায়ী হন। ঈসায়ী হওয়া অন্তরের বিষয়, বাহ্যিক বিষয় এর মাপকাঠি নয়। এছাড়া টাকার লোভে যে ঈসায়ী হয়, সে প্রকৃত ঈসায়ী নয়। যে প্রকৃত ঈসায়ী হয়, তাকে বানাতে হয় না, সে বুঝেশুনেই ঈসায়ী হয়।

উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।