যৌনসংক্রান্ত ব্যাপারে কি ঈসায়ীদের কোন বাচবিচার নেই? তারা কি নিয়মসিদ্ধ বিয়ে করে?

সংক্ষিপ্ত উত্তর:

ঈসায়ীরা নিয়মসিদ্ধ বিয়ে করে।

ব্যাখ্যামূলক উত্তর:

পাককালাম অনুসারে ঈসায়ীদের কোন স্ত্রীলোকের প্রতি লোভ পর্যন্ত না করার পরামর্শ দেয়া হয়েছে। ইঞ্জিল শরিফে ঈসায়ীদের শরীরকে আল্লাহর থাকবার ঘর বলা হয়েছে। সাবধান করা হয়েছে, সেই ঘর যেন কোনভাবে অপপিত্র করা না হয়। আল্লাহর কালামের অবাধ্য হয়ে, কেউ যদি বিয়ের আগে যৌনাচার করে, তবে তা হবে ব্যভিচার; যা আল্লাহ ঘৃণা করেন। এ ধরনের কাজের প্রতি কোন কিতাবি সমর্থন নেই। ঈসায়ীদের ক্ষেত্রে ব্যভিচার বিষয়ে কঠিন শিক্ষা রয়েছে। হজরত ঈসার শিক্ষা অনুযায়ী, ব্যভিচার করলেই যে ব্যভিচার হয় তা নয় বরং কারো প্রতি কামনার দৃষ্টিতে দেখলেই ব্যভিচারের দোষে দোষী হয়। অতএব, বোঝা যায় যে, যৌন সংক্রান্ত ব্যাপারে ঈসায়ীদের জন্য অবশ্যই কঠিন বাধ্যবাধকতা আছে।

উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।