মৃত্যুর পর ঈসায়ীরা কোথায় যায়?

সংক্ষিপ্ত উত্তর:

মৃত্যুর পর ঈসায়ীদের দেহ মাটিতে মিশে যায় এবং রুহ আল্লাহর কাছে চলে যায়।

ব্যাখ্যামূলক উত্তর:

সকল মানুষের জন্য মৃত্যুর পর কবরেই হয় তার গন্তব্য স্থান। মাটির দেহ মাটিতেই মিশে যায়। তবে রুহানি মৃত্যু ভিন্ন জিনিস। রুহানি মৃত্যু হলো, আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া। কোন ঈসায়ীর মৃত্যু হওয়া মানে তার রুহের মৃত্যু হওয়া বোঝায় না। গুনাহের ফলেই রুহের মৃত্যু হয়। একজন গুনাহগার যখন ঈসাতে ঈমান এনে তাঁকে গ্রহণ করেন তখন তিনি অনন্তজীবন পান। তাঁর রুহের আর মৃত্যু নেই। এই কারণে দৈহিকভাবে মৃত্যু হলেও কোন প্রকৃত ঈসায়ীর রুহানি মৃত্যু হয় না। তিনি মৃত্যুর পর রুহে আল্লাহর কাছে বেহেশতে অবস্থান করেন। শেষকালে একদিন ঈসায়ীরা নতুন দেহ নিয়ে, মাটি ও সাগর থেকে উঠে আসবে। আর হজরত ঈসা মসীহের সাথে একহাজার বছরের রাজত্বে যোগদান করবে।

উৎস: শত প্রশ্নের হাজার উত্তর, আবু তাহের চৌধুরী, ২০১০

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।